গবেষণা

বিশ্ব বদলে দেওয়া ম্যালেরিয়া টিকা উদ্ভাবন

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা নুতন একটি ম্যালেরিয়া টিকা উদ্ভাবন করেছেন। তারা বলছেন, এটি বিশ্বকে বদলে দিতে পারে। পরীক্ষা শেষে আগামী বছর এটি বাজারে চলে আসবে বলে আশা করছেন তারা।

অক্সফোর্ডের গবেষকরা বলছেন, প্রাণঘাতী ম্যালেরিয়ার বিরুদ্ধে তাদের টিকাটি ৮০ শতাংশ সুরক্ষা দিতে পারছে।

তারা আরো জানান, এটি দামে সস্তা হবে এবং বছরে দশ কোটিরও বেশি টিকা উৎপাদন করার একটি চুক্তিও এরই মধ্যে তাদের হাতে রয়েছে।

দাতব্য সংস্থা ‘ম্যালেরিয়া নো মোর’ বলেছে, এই উদ্ভাবনের অর্থ দাঁড়াচ্ছে ম্যালেরিয়া ‘আমাদের জীবদ্দশায়ই বিদায় নিতে পারে।
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে প্রথমবারের মতো একটি ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয়। আফ্রিকায় ব্যবহারের জন্য টিকাটি তৈরি করছে ফার্মাসিটিউকেল জায়ান্ট জিএসকে।

তবে, অক্সফোর্ডের গবেষকদের দাবি, তাদের টিকার পন্থা আরো বেশি কার্যকর এবং আরো বড় পরিসরে এর উত্পাদন করা সম্ভব।

মশার মাধ্যমে ছড়ানো অত্যন্ত জটিল ও কৌশলী ম্যালেরিয়া জীবাণুর বিরুদ্ধে কার্যকর টিকা তৈরিতে এক শতকেরও বেশি সময় লেগেছে। এটি ক্রমাগত শরীরের ভেতরে রূপ বদলায় বলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মত টিকা তৈরি কঠিন।

আইএ/ ৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button