ইউরোপ

হঠাৎ করে তীব্র অসুস্থ রানি এলিজাবেথ, পরিজনদের খবর পাঠাতে বললেন চিকিৎসক

লন্ডন, ৮ সেপ্টেম্বর – ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে তার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের উদ্বেগের জন্য স্কটল্যান্ডের বালমোরালে চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয়েছে। ৯৬ বছর বয়সী অসুস্থ রানির পাশে থাকতে রাজপরিবারের সদস্যরা বৃহস্পতিবার স্কটল্যান্ডে পৌঁছেছেন। খবর রয়টার্সের।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, ব্রিটেনে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্বকারী এবং বিশ্বের প্রাচীনতম রানি এলিজাবেথ গত বছর থেকে ‘এপিসোডিক মোবিলিটি’ সমস্যায় ভুগছেন।

প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পরীক্ষা-নিরীক্ষার পর রানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা। রানিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে পরামর্শ দিয়েছেন তারা।

আরো জানানো হয়েছে, স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানি স্বাচ্ছন্দ্যে আছেন।

প্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, রানির বড় ছেলে ও উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা এবং বড় ছেলে প্রিন্স উইলিয়াম বালমোরাল প্রাসাদে পৌঁছেছেন।

এর আগে গত অক্টোবরে রানি হাসপাতালে এক রাত কাটিয়েছিলেন। তার পর থেকে প্রকাশ্য অনুষ্ঠানে হাজির হওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন রানি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৮ সেপ্টেম্বর ২০২২

Back to top button