উত্তর আমেরিকা

ফেসবুক লাইভে ৪ জনকে হত্যা করলো মার্কিন যুবক

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর – ফেসবুক লাইভ করে যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে গুলি করে চারজনকে হত্যা করেছে এক বন্দুকধারী যুবক। গাড়ি চালিয়ে কয়েক ঘণ্টা ধরে এমনভাবে হামলা চালান ওই যুবক। পরে অবশ্য তাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ওয়াশিংটন পোস্টের।

জানা গেছে, এ ঘটনার পর আটক এজেকিয়েল কেলি নামের ১৯ বছর বয়সী ওই বন্দুকধারীকে কাস্টডিতে নেয়া হয়েছে। পুলিশ ডিরেক্টর সেরিলিন ডেভিস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মেমফিসজুড়ে সাতটি স্থানে হামলা চালায় কেলি। এ ঘটনায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত। ডেভিস আরও বলেন, কমপক্ষে আটটি স্থানে হামলা চালানো হয়। সাতটি স্থানে গুলির ঘটনা এবং একটি স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। যা ফেসবুকে লাইভ করেন কেলি।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ৮ সেপ্টেম্বর ২০২২

Back to top button