দক্ষিণ এশিয়া

ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন যাত্রী

নয়াদিল্লী, ০৮ সেপ্টেম্বর – রেলওয়ে স্টেশনে এক আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়েও অলৌকিক ভাবে বেঁচে গেলেন এক যাত্রী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ভারতের ভরথানা রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটেছে।

ইটাওয়া জেলায় সকাল ৮টা ৪৫ মিনিটে ভোলা সিং নামে ওই যাত্রী ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। তখনই তিনি পা পিছলে পড়ে যান রেললাইনে। এরপর পুরো ট্রেন তার উপর দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। এতে দেখা যায়, পুরো ট্রেনটি ভোলা সিং নামের সেই যাত্রীর উপর দিয়ে চলে যায়। কিছুটা আঘাত পেলেও প্রাণে বেঁচে যান তিনি।

এ বিষয়ে ভরথানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাম বাবু সিং বলেন, ‘ট্রেন যখন স্টেশন ছেড়ে যাচ্ছিল তখন ভোলা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। রেললাইনে পড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে যায়। তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার ক্ষত পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২২

Back to top button