জাতীয়
দিল্লি থেকে জয়পুরের পথে প্রধানমন্ত্রী
ঢাকা, ৮ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের ভারত সফরের শেষ দিন আজ সকালে নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি ধেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।
জয়পুর থেকে আজমির যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খাজা গরীবে নেওয়াজ দরগার শরীফ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৮ সেপ্টেম্বর ২০২২