গাড়ির পেছনে যাত্রীদেরও সিট বেল্ট বাধ্যতামূলক
নয়া দিল্লি, ০৭ সেপ্টেম্বর – ভারতে সড়ক দুর্ঘটনা আইনে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মোদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী শুধু সামনে নয়, গাড়ির পিছনে বসা যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সিট বেল্টের অ্যালার্ম সিস্টেম ইনস্টল বাধ্যতামূলক করতে পরিকল্পনা করছে সরকার। আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গডকারি। খবর খবর স্ট্রেইট টাইমস।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী জানান, চলমান আইনে শুধু চালক ও তার পাশে বসা ব্যক্তিরা সিট বেল্ট না পরলে জরিমানা করা হতো। তবে এখন চালকের পিছনের সিটে বসা যাত্রীদের সিট বেল্ট না পরার জন্যও জরিমানা করা হবে। সব গাড়িতে পিছনে যে কাউকে বেল্ট লাগাতে ক্লিপ দেয়ার ব্যবস্থা থাকবে। পিছনের সিটে বসা যাত্রীরা সিট বেল্ট না পরলে অ্যালার্ম বাজতেই থাকবে। এতে যতক্ষণ না পর্যন্ত কেউ সিট বেল্ট না পরবে ততক্ষণ ওই অ্যালার্ম বাজতেই থাকবে। এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
ভারতে কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় কোম্পানি টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। তার কোনো সিট বেল্ট ছিল না। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সড়কের আইন পরিবর্তন করে হলেও পেছনে সিট বেল্ট পরা বাধ্যতামূলক করা হবে। তিনি আরো বলেন, বিশ্বব্যাংক বলছে, ভারতে প্রতি চার মিনিটে একজন সড়ক দুর্ঘটনায় মারা যায়। সরকার সড়ক দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে চায়। এক্ষেত্রে কঠোর আইন ও সিট বেল্ট পরার কোনো বিকল্প নেই। এজন্য তিনি ভারতীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সূত্র: বণিক বার্তা
আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২২