এশিয়া

কার পার্কিংয়ে জলোচ্ছ্বাস, ডুবে প্রাণ গেল ৭ জনের

সিউল, ০৭ সেপ্টেম্বর – চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিন্নামনোরের প্রভাবে সৃষ্ট বন্যায় দক্ষিণ কোরিয়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনের ভূগর্ভস্থ কার পার্কিংয়ে পানিতে ডুবে ৭ জন নিহত হয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইওনহাপ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর পোহাংয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই ঘটনা ঘটে। বন্যার পূর্বাভাস অনুযায়ী ওই অ্যাপার্টমেন্ট ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে ভবনের বাসিন্দাদের ভূগর্ভস্থ কার পার্কিং থেকে নিজেদের গাড়ি সরিয়ে নিতে বলেছিলেন।

ভবনটির অন্যান্য বসবাসকারী দুপুরের মধ্যে গাড়ি সরিয়ে নিলেও ৯ জন এই সময়ের মধ্যে গাড়ি সরিয়ে নিতে ব্যর্থ হন। সন্ধ্যার পর ঝড়ের গতি বাড়তে থাকলেও তারা সেই ভূগর্ভস্থ পাকিং-এ নিজেদের গাড়ি বের করে আনতে যান। কিন্তু তারা পাকিং-এ পৌঁছানোমাত্রই বন্যার পানি সেখানে ব্যপক ভাবে গ্রাস করে। এরফলে তারা সেখানে আটকে যান তারা।

উদ্ধারকারী দলের সদস্যদের বরাত দিয়ে ইওনহাপ নিউজ জানিয়েছে, ৯ জনের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। জলোচ্ছ্বাস থেকে বাঁচতে পাকিং-এর সিলিংয়ের পাইপে প্রায় ১২ ঘণ্টা ঝুলে ছিলেন তারা। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল মৃতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। ঘটনাটিকে ‘বিপর্যয়’ উল্লেখ করে এক শোকবার্তায় তিনি বলেন, এই বিপর্যয়ের সংবাদ শোনার পর থেকে গতকাল সারারাত আমি ঘুমাতে পারিনি।

শোকবার্তায় প্রেসিডেন্ট জানান, ইতোমধ্যে পোহাং শহরকে ‘স্পেশাল ডিজাস্টার জোন’ ঘোষণা করেছেন তিনি এবং বুধবারের দিকে তিনি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে যাবেন।

উল্লেখ্য সোমবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল ও মঙ্গলবার দেশটির দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিন্নামনোর। ঘুর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বন্যায় ২ দিনে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে প্রাণ হারিয়েছেন অনন্ত ১০ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button