সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেই ছাত্ররাজনীতি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে
ঢাকা, ০৭ সেপ্টেম্বর – দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে ছাত্রলীগ। সে বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি আছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে ছাত্ররাজনীতি করতে দেওয়া না দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক সভা শেষে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘রাজনীতি করাটা মানুষের মৌলিক অধিকারের একটি। কোনও শিক্ষা প্রতিষ্ঠান তারা কী নিয়ম করলেন এবং সেখানে কোনও একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে কী ব্যবস্থা হলো সেটা সেই রাজনৈতিক দল ও সেই প্রতিষ্ঠানের বিষয়। সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। আমরা হস্তক্ষেপও করি না। তবে অনেকেই অনেক কথা বলবেন। অনেক মত আছে। কেউ বলেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা উচিত, কেউ বলে থাকা উচিত।’
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৭ সেপ্টেম্বর ২০২২