দক্ষিণ এশিয়া

প্রতি ডলারে এখনো মিলছে পাকিস্তানি ২২৩ রুপি

ইসলামাবাদ, ০৭ সেপ্টেম্বর – বিশ্বের বেশ কিছু মুদ্রার বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে মার্কিন ডলার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই পাকিস্তানের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ে। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমে যায়। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালের ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা হারায় দুই রুপি। তাছাড়া ডলারের মান এরই মধ্যে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দিন শেষে আন্তঃব্যাংক বাণিজ্যে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটি দুই রুপি হারিয়ে ২২৩ দশমিক ৪২ রুপিতে বেচাকেনা হয়। গতকাল এক ডলারে ২২১ দশমিক ৪১ রুপি পাওয়া যেত।

আর্থিক তথ্য ও বিশ্লেষণ পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির বলেছেন, কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী ডলার শক্তিশালী হচ্ছে ও এর প্রভাব পাকিস্তানের মুদ্রা বাজারেও দেখা যাচ্ছে।

এর আগে জানানো হয় সামনের দিনগুলোতে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা ২১৮ থেকে ২১৯ এর মধ্যে থাকবে। তবে ভয়াবহ বন্যার কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়েছে। প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ ছাড়ের ব্যাপারেও।

ধারণা করা হচ্ছে বর্তমান বন্যায় দেশটির ১০ থেকে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে (পিএসডিপি) বিলিয়ন বিলিয়ন হ্রাস করার পরিকল্পনা করেছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button