উত্তর আমেরিকা

চীনের বাজারে ১০ বছর কারখানা দিতে পারবে না আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

ওয়াশিংটন, ৭ সেপ্টেম্বর – বাইডেন প্রশাসন বলেছে, আমেরিকার উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠান যেগুলো ফেডারেল তহবিল পায়, তারা আগামী ১০ বছর চীনে কারখানা দিতে পারবে না।
স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনার অংশ হিসাবে এই নির্দেশ দেওয়া হয়। খবর বিবিসি নিউজের।

চীনের ওপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন ব্যবসায়ীরা বেশি বেশি সরকারি সহায়তার জন্য চাপ দিচ্ছেন।

কারণ, বিশ্বে এখন মাইক্রোচিপের যে সংকট তাতে তাদের উৎপাদন কমে গেছে।
মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো ইউএস চিপস এবং বিজ্ঞান আইন ব্যাখ্যা করে বলেন, যারা ‘চিপস তহবিল’ গ্রহণ করে তাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। যাতে করে তারা জাতীয় নিরাপত্তার সাথে কোনো ধরনের আপস করতে না পারেন। সেই বিষয়টা নিশ্চিত করা হবে। তাদের চীনে এই তহবিল বিনিয়োগ করার অনুমতি নেই। উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ১০ বছর চীনে কারখানা দিতে পারবে না। যে প্রতিষ্ঠানগুলো অর্থ গ্রহণ করে, শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের শাখাগুলোকে চীনের বাজারে প্রসারিত করা যাবে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button