আফ্রিকা

উদ্বোধনের সময় কর্মকর্তাদের নিয়েই ভেঙে পড়লো সেতু

ব্রাজাভিল, ০৭ সেপ্টেম্বর – বহুল প্রত্যাশিত সেতু উদ্বোধন হবে। কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটতে প্রস্তুত প্রধান অতিথি। এমন সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুটি। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে ঘটেছে এই ঘটনা।

স্থানীয় বার্তা সংস্থা খামার বরাতে এনডিটিভি জানিয়েছে, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। এতদিন যে অস্থায়ী অবকাঠামো ব্যবহার করে নদী পার হতেন স্থানীয়রা, সেটি প্রায়ই ভেঙে পড়তো।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা। কেবল ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীদের উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়েছে সেতুটি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্ভাব্য দুর্নীতির দিকে ইঙ্গিত করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই সেতুর খরচ লাখ লাখ ডলারের বেশি হলে অবাক হবেন না। আরেকজন বলেছেন, মনে হলো, ওই ফিতাটিই সেতুটিকে ধরে রেখেছিল।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button