মিডিয়া

সম্প্রচার তারিখের ক্রমানুসারে টিভি চ্যানেল সম্প্রচারের নির্দেশ

ঢাকা, ০৭ সেপ্টেম্বর – সরকার অনুমোদিত ৩৪টি বেসরকারি টেলিভশন চ্যানেলের সম্প্রচার তারিখের ক্রমানুসারে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সরকারি চারটি চ্যানেলের পর প্রথমে রাখা হয়েছে ১৯৯৭ সালের ১৫ জুলাই সম্প্রচারে আসা এটিএন বাংলাকে। এরপর চ্যানেল আই, ইটিভি, এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, দেশ টিভি, মাইটিভি, এটিএন নিউজ, মোহনা টিভি, বিজয় টিভি, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, মাছরাঙ্গা টিভি, চ্যানেল-৯, চ্যানেল টোয়েন্টিফোর, গাজী টিভি, ৭১ টিভি, এশিয়ান টিভি, এসএ টিভি, গান বাংলা, দীপ্ত টিভি, ডিবিসি নিউজ, নিউজ২৪, বাংলা টিভি, দুরন্ত টিভি, নাগরিক টিভি, আনন্দ টিভি, টি-স্পোর্টস, নেক্সাস টেলিভিশন, এখন টিভি এবং গ্লোবাল টেলিভিশনকে রাখা হয়েছে।

সরকারি চ্যানেল বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ চ্যানেল, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চ্যানেল ক্রমবিন্যাসে প্রথমে রেখে বেসরকারি ৩৪ চ্যানেল সম্প্রচারের তারিখ অনুযায়ী সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button