নারায়নগঞ্জ

‘ছাত্রলীগের ছেলেরা সিগারেট খায় দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

নারায়ণগঞ্জ, ০৬ সেপ্টেম্বর – আড়াইহাজারে ছাত্রলীগের কর্মীরা কখনো সিগারেট হাতে নেয়নি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু।

আজ মঙ্গলবার দুপুরে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু এই দাবি করেন। এ সময় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা সিগারেট খায় দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’

এমপি বাবু বলেন, ‘ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। সেগুলো গোনায় ধরার মতো না। শত্রুরা সব সময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে না।’

তিনি বলেন, ‘আমার আড়াইহাজারের মুরব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে- এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।’

এমপি বাবু আরও বলেন, ‘আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড়-বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৬ সেপ্টেম্বর ২০২২

Back to top button