আইন-আদালত

ইফার অর্থ আত্মসাৎ; সাঈদীসহ ৬ জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

ঢাকা, ৬ সেপ্টেম্বর – ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার বকশীবাজারস্থ আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার অপর ৫ আসামি হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।
আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক। অপর তিন আসামি জামিনে আছেন।

এদিন মামলার বাদী ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী সাক্ষ্য দেন। তবে তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। তাই আগামী ৩ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এ মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। তবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ৬ সেপ্টেম্বর ২০২২

Back to top button