ইউরোপ

লিজ ট্রাস আসতে না আসতেই পদত্যাগ দুই মন্ত্রীর

লন্ডন, ৬ সেপ্টেম্বর – বরিস জনসনের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তবে তিনি জয়ী হতে না হতেই মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন- দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় না থাকার কথা জানিয়েছেন।
বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা এক চিঠিতে প্রীতি বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রসচিব নিয়োগ করা হলে আমি সরে যাব।’

একই সঙ্গে লিজ ট্রাসকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি। পাশাপাশি তাকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে সম্মানিত জানিয়ে প্রীতি আরও লিখেছেন, ‘দেশকে রক্ষা করা এবং অভিবাসন ব্যবস্থার সংস্কারের কাজ করে আমি গর্বিত।’

আর নাদিনে ডরিস বিবিসিকে বলেছেন, তিনি এখন লেখালেখিতে মনোযোগ দেবেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলনকক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। লিজ ট্রাস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন।

ফলাফলে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়ে। এ নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি।

আজ মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৬ সেপ্টেম্বর ২০২২

Back to top button