ঢালিউড

সালমান শাহ স্মরণে নানা আয়োজন

ঢাকা, ০৬ সেপ্টেম্বর – অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতি বছরের মতো এবারও এই অভিনেতার স্মরণে অগণিত ভক্ত-অনুরাগী সিলেটে তাঁর কবর জিয়ারতের পাশাপাশি ‘সালমান শাহ হাউস’ পরিদর্শনসহ নানা ধরনের আয়োজন করেছেন।

অন্যদিকে টিভি চ্যানেলগুলোতে থাকছে এই অভিনেতার স্মরণে বেশ কিছু আয়োজন। বৈশাখী টেলিভিশন তাদের সকালের নিয়মিত আয়োজন ‘বৈশাখী সকালের গান’ সাজিয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান দিয়ে। গানগুলো গাইবেন কণ্ঠশিল্পী আগুন। অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ২৫ মিনিটে। এর পাশাপাশি সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’।এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাবনূর, কাঞ্চি, হুমায়ুন ফরীদি প্রমুখ।

একই চ্যানেলে দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে সালমান শাহর আরেকটি আলোচিত ছবি ‘স্বপ্নের নায়ক’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। অন্যান্য চরিত্রে আছেন- শাহীন আলম, সোহানাসহ অনেকে। দুপুর ১টার আয়োজনে থাকছে ‘শুধু সিনেমার গান’। সালমান শাহর ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেনমোহর’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’সহ বিভিন্ন ছবির নির্বাচিত গান দিয়ে এ আয়োজন সাজানো হয়েছে।অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়া। প্রযোজনা করেছেন শাহ আলম।

বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আরটিভি আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রচার করবে সালমান শাহ অভিনীত ছবি ‘স্নেহ’। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাবানা, আলমগীর, মৌসুমী, হুমায়ুন ফরীদি প্রমুখ।

আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২২

Back to top button