আফ্রিকা

আত্মঘাতী হামলায় সোমালিয়ায় নিহত ৬

মোগাদিসু, ১৭ নভেম্বর- আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পুলিশ অ্যাকাডেমির কাছে একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে অন্তত ছয় জন নিহত হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আকাশ থেকে দেখা মোগাদিসুর একটি এলাকা

আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন অংশে হামলা চালায়। দেশটির সরকার উৎখাতের মাধ্যমে হর্ন অব আফ্রিকা জুড়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি, যে শাসনের ভিত্তি হবে তাদের নিজস্ব ব্যাখ্যার ইসলামি শরিয়া আইন। তবে মঙ্গলবারের মোগাদিসুর হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি গোষ্ঠীটি।

হামলার কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সোমালিয়া পুলিশের মুখপাত্র সাদিক আলী লেখেন, ‘স্কুল পুলিশিও’র (পুলিশ অ্যাকাডেমি) কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটেছে।’ পরে তিনি জানান, বোমা হামলায় হামলাকারীসহ ছয় জন নিহত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার মোহাম্মদ আলী জানান বিস্ফোরণের পরপরই গুলি ছোঁড়ে পুলিশ। তিনি জানান, রেস্টুরেন্টটির ওপরে বিপুল ধোঁয়ার মেঘ দেখতে পান তিনি। এছাড়া ঘটনাস্থল মোগাদিসু বন্দরের কাছে হামার জাবাব এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশের চেষ্টা করে বলেও জানান তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী মোহামুদ আহমেদ জানান হামলার আগে ভারি বৃষ্টিপাতের কারণে অনেকেই ওই রেস্টুরেন্টে আশ্রয় নেয়। তিনি বলেন, ‘আমি নিচের দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে তখনই বিস্ফোরণ ঘটে। তারপরে কী ঘটেছে বলতে পারবো না।’ বিস্ফোরণ থেকে ছুটে আসা ধাতব বস্তু তার হাত, পা ও মাথায় আঘাত হেনেছে। সেই কারণে তিনি আরও বেশি হতবাক হয়ে পড়েন বলেও জানান আহমেদ।

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/০৮:১৪/১৭ নভেম্বর

Back to top button