জাতীয়

আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে ও এক পুত্রবধূর ব্যাংক হিসাব তলব

ঢাকা, ৬ সেপ্টেম্বর – বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ এম আউয়াল, তার ভাই তাফসির এম আউয়াল ও তাজওয়ার এম আউয়ালসহ পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া তাফসির এম আউয়ালের স্ত্রী মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়ালের হিসাব তলব করা হয়েছে।

গত রোববার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ৮ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে তাদের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলনের তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউর কর্মকর্তারা বলছেন, সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের হিসাব তলব করা হয়েছে।

এছাড়া জাকির খান নামের এক ব্যক্তির হিসাবের তথ্য চাওয়া হয়েছে। জাকির খানের বাবার নাম জহির খান ও মা হোসনে আরা বেগম। তবে মিন্টু পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি-না তা জানা যায়নি।

আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, লেনদেনের অনুমোদিত সীমাসহ বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে, সে তথ্যও দিতে হবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৬ সেপ্টেম্বর ২০২২

Back to top button