জাতীয়

প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি আহ্বান

ঢাকা, ০৫ সেপ্টেম্বর – বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে নিউজিল্যান্ডের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৫ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড গ্রেগরি পাইন পরিচয়পত্র পেশ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দিকের দেশ নিউজিল্যান্ড। দুই দেশের মাঝে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ও এ সম্পর্ক ক্রমান্বয়ে বহুমাত্রিক ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য নিউজিল্যান্ডে সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ঔষধ, সিরামিকসহ বিভিন্ন ধরনের বিশ্বমানের পণ্য উৎপাদন করে থাকে। নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।

নিউজিল্যান্ডের হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও জনবিভাগের সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button