জাতীয়

করোনা শনাক্ত ফের সাড়ে ৩০০ ছাড়াল

ঢাকা, ০৫ সেপ্টেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গত এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে সর্বশেষ ২ অগাস্ট ৩৭৫ জন রোগী শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় নতুন শনাক্তদের মধ্যে ২৭৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এসময় দেশের ৪৩টি জেলায় কোনো নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে এসময় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে।

গত এক সপ্তাহে দেশে ১ হাজার ৪৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা গত সাতদিনের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ বেশি। তবে এসময় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত এক সপ্তাহে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ১৪ দশমিক ৩ কম।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।

সূত্র: সমকাল
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button