উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্তে নিহত ১, নিখোঁজ ৯

ওয়াশিংটন, ০৫ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রে একটি প্লেন বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই দুর্ঘটনায় ৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রোববার ওয়াশিংটন অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় প্লেনের এক আরোহী নিহত এবং বাকি নয়জন নিখোঁজ হয়েছেন।

উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় ৩টা ১১ মিনিটে তাদের কাছে প্লেন বিধ্বস্তের খবর আসে। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা মোতায়েন করা হয়েছে। স্থানীয় তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।

ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি নয়জনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সিয়াটলের কাছে রেন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরে যাওয়ার সময় প্রশান্ত মহাসাগরের পুগেট সাউন্ডের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে, তারা প্লেন বিধ্বস্তের বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা ৫৫ বছরের পুরোনো এক ইঞ্জিনবিশিষ্ট হাভিল্যান্ড কানাডা ডিএইচসি-৩ ওটার প্লেনের সর্বশেষ সংকেত রেকর্ড করেছে বলেও জানানো হয়েছে।

কোস্ট গার্ড প্যাসিফিক নর্থওয়েস্ট এক টুইট বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই প্লেনটিতে আটজন প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশু ছিল। পরবর্তীতে জানানো হয় যে, তারা ১০ জন আরোহীকে উদ্ধারে কাজ করছেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button