জাতীয়

ভারতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ১৭০ জন

ঢাকা, ০৫ সেপ্টেম্বর – আজ ভারত সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি-বেসরকারি ব্যক্তিরা মিলিয়ে তার সফরসঙ্গী হচ্ছেন ১৭০ জন। দিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে সফরসঙ্গী হচ্ছেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. এবিএম আবদুল্লাহসহ মোট ১৯ জন।

এমিনেন্ট পারসন হিসেবে সফরসঙ্গী হচ্ছেন দুজন। তারা হলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মনু মজুমদার ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ জন কর্মকর্তা ও কর্মচারী।

সফরসঙ্গী হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব আলী শেখ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল ইবনে ফজল শায়েখউজ্জামান। এছাড়া সফরসঙ্গী হচ্ছেন এএসএফসহ নিরাপত্তা দলের বেশকিছু সদস্য।

সফরসঙ্গীদের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন অর্ধশতাধিক। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি এমএ রাজ্জাক খান, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, পরিচালক সেলিম ওসমান এমপি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ এমপি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালক শেহরিন সালাম ঐশী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির প্রমুখ।

সফরের তাত্পর্য সম্পর্কে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ভারত সরকারের পক্ষ থেকে গভীর আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় অনেক ইস্যুর সন্তোষজনক সমাধান হবে বলে প্রত্যাশা রয়েছে। বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির অগ্রগতিও আশা করা যাচ্ছে। এ বিষয়ে চমকও দেখা যেতে পারে বলে মনে করছি।

সূত্র: বণিক বার্তা
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২২

Back to top button