ঢালিউড

‘কিল হিম’ সিনেমায় অনন্তর পারিশ্রমিক ৪০ লাখ, বর্ষার ১০ লাখ

ঢাকা, ০৪ সেপ্টেম্বর – নিজেদের প্রযোজনার বাইরে প্রথমবারের মতো সিনেমা করছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সিনেমার নাম ‘কিল হিম। সুনান মুভিজ এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল। ৩ সেপ্টেম্বর এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেলো এ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা আরও নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তার হাতে আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল।

ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল। ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে। মহরত উপলক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে অ্যাকশননির্ভর সিনেমা ‘কিল হিম’।

এম ইউ/০৪ সেপ্টেম্বর ২০২২

Back to top button