সংগীত
সোমবার মায়ের কবরে শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার
ঢাকা, ০৪ সেপ্টেম্বর – দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে। তার ছেলে সরফরাজ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আগামীকাল সোমবার বেলা ১১টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখান থেকে এফডিসিতে প্রথম জানাজার পর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরেরই শায়িত হবেন দেশবরেণ্য এই উজ্জ্বল নক্ষত্র।
এর আগে, তার মৃত্যুসংবাদ পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তার পাশাপাশি গুণী এই শিল্পীকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৭৯ বছর বয়সী এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরেই ক্রনিক গ্যাসের সমস্যায় ভুগছিলেন।
এম ইউ/০৪ সেপ্টেম্বর ২০২২