উত্তর আমেরিকা

মিসিসিপিতে বিমান দিয়ে ওয়ালমার্ট উড়িয়ে দেয়ার হুমকি

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সুপারস্টোর ওয়ালমার্টের এক দোকানে বিমান বিধ্বস্ত করার হুমকি দিয়েছেন পাইলট।

হুমকির কথা জানার পর অঙ্গরাজ্যের টুপেলো এলাকার পুলিশ বিভাগ দোকানটি থেকে লোকজন সরিয়ে নেয়। সবাইকে স্থাপনাটি থেকে চলে যেতে বলা হয়েছে। সব জরুরি পরিষেবাকে সতর্ক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘পরিস্থিতি বিপদমুক্ত না হওয়া পর্যন্ত নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। এই ধরনের একটি বিমানের গতিশীলতার বিবেচনায় বিপদ অঞ্চলটি খোদ টুপেলোর এলাকার চেয়েও অনেক বড়। ’

জানা গেছে, ২৯ বছর বয়সী এক ব্যক্তি টুপেলো বিমানবন্দর থেকে উড়োজাহাজটি চুরি করে নিয়ে আকাশে ‍উঠে যায়। সে শহরের ওপরের আকাশে চক্কর দিতে থাকে। এটি একটি বিচক্রাফট কিং এয়ার ৯০ মডেলের উড়োজাহাজ। দুই ইঞ্জিনের বিমানটি ৯ আসনের।

পুলিশ পাইলটের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৩ সেপ্টেম্বর ২০২২

Back to top button