টিপু হত্যার মামলা থেকে চার নাম বাদ দিতে হুমকি
ঢাকা, ০৩সেপ্টেম্বর – রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর হত্যার ঘটনায় মামলার পর থেকেই ফোনে হুমকি পাচ্ছেন তার স্ত্রী ফারজানা ইসলাম ডলি। সম্প্রতি তাকে মামলার চার্জশিট থেকে চারটি নাম বাদ দিতে বলে হুমকি দেওয়া হয়- তা না হলে আরও লাশ পড়বে।
এমন হুমকি পেয়ে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ডলি সম্প্রতি শাহজাহানপুর থানায় একটি জিডি করেছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ডলি বলেন, ‘গত মাসেও অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে মামলার চার্জশিট থেকে চারটি নাম বাদ দিতে হুমকি দেন। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ডলির ব্যক্তিগত ফোনে কল করে যে চারটি নাম বাদ দিতে বলা হয় তারা হলো- সাগর, সোহেল শাহরিয়ার, মুনসুর ও আশরাফ তালুকদার।
ডলি বলেন, ‘ফোনে হুমকির ঘটনায় থানায় জিডি করেছি। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আগের জিডির বিষয়েও জানানো হয়। তবে ফোনে হুমকির বিষয়ে গোয়েন্দাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও কোনো অগ্রগতি দেখছি না।’
এর আগেও একটি জিডি করেছিলেন টিপুর স্ত্রী। এ ছাড়া হুমকি পেয়ে টিপুর অনুসারীরা আরও তিনটি জিডি করেন মতিঝিল থানায়।
ফারজানা ইসলাম ডলি বলেন, ‘টিপুকে হত্যা করল সন্ত্রাসীরা। পরের দিন তার লাশ দাফন করার আগেই আমাকে ফোন করে বাসার ঠিকানা চেয়ে হুমকি দেয় মুসা পরিচয়ে।’
পরে একই পরিচয়ে মতিঝিল এজিবি কলোনিতে টিপুর অনুসারী বেশ কয়েকজনকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হয়। ওই হুমকির ঘটনায় মতিঝিল থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করে তারা। একের পর এক হুমকিতে এলাকা ছেড়ে গা ঢাকা দেন টিপুর অনুসারীরা। বলেন ডলি।
টিপু হত্যায় শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন তার স্ত্রী ডলি। তবে মামলার তদন্ত করতে গিয়ে টিপু হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় ২৪ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আর শুটার আকাশ ও মোটরসাইকেল চালক মোল্লা শামীমকে ঘটনাস্থলে টিপুর অবস্থান দেখিয়ে দেওয়া গলাকাটা ওমর ওরফে মোল্লা ওমর নামে আরও একজনকে খুঁজছেন গোয়েন্দারা।
ডলির জিডিতে যা বলা হয়েছে
‘২০ আগস্ট দুপুর ১.২৩ মিনিটে আমার ব্যবহৃত মোবাইলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে আকাশ পরিচয় দিয়ে মামলা থেকে সাগর, সোহেল শাহরিয়ার, মুনসুর ও আশরাফ তালুকদারদের নাম বাদ দিতে বলে। তখন আমি তার পরিচয় জানতে চাইলে আবার আকাশ পরিচয় দেয়।
আমি তাকে বলি যে, আমি তো কারও নাম দিয়ে মামলা করি নাই। তখন সে বলে বেশি ফালাফালি করিস না। বেশি ফালাফালি করলে তোর হাত পা ভেঙে প্রাণে মেরে ফেলবো। ফের চারজনের নাম বাদ দিতে বলে, না দিলে আরও অনেক লাশ পড়বে বলে হুমকি দেয়।’
এর আগে বাসার ঠিকানা চেয়ে একবার হুমকি দেওয়া হয় টিপুর স্ত্রীকে। পরে নিরাপত্তার জন্য তার বাসার নিচে বেশ কিছুদিন পুলিশ পাহারা ছিল। পুলিশের পাহারার জন্য তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল- পুলিশ তাকে বাঁচাতে পারবে না। এবার মামলা থেকে নাম বাদ দিতে হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রিফাত মোহাম্মদ শামীম বলেন, ‘টিপুর স্ত্রীকে ফোনে হুমকি দেয়ার ঘটনায় একটি জিডি নিয়ে কাজ করছি। একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেয়া হয়েছে।’
রিফাত মোহাম্মদ শামীম বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের ঘটনায় সব যখন বের করে ফেলেছি, তখন জিডির বিষয়টাও নজরে আছে। ওটা নিয়ে অফিসাররা কাজ করছে।’
গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুর আমতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। ওই সময় তার গাড়ির পাশেই থাকা রিকশারোহী শিক্ষার্থী প্রীতি নামের আরও একজন নিহত হন। ওই ঘটনায় আহত হন টিপুর গাড়িচালক।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৩সেপ্টেম্বর ২০২২