বলিউড

সালমানের ‘টাইগার থ্রি’-তে শাহরুখ খান, উত্তেজনা চরমে

মুম্বাই, ১৭ নভেম্বর- এর আগে জানা গিয়েছিল, শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’-এ দেখা যেতে চলেছে সালমান খানকে। ছবিতে বিশেষ গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে অভিনেতার। এবার জানা গেছে, সালমানের আগামী ছবি ‘টাইগার থ্রি’-তেও দেখা যেতে চলেছে শাহরুখকে।

সংবাদমাধ‍্যম সূত্রে জানা গেছে, পাঠান চরিত্রেই সালমানের ছবি টাইগার থ্রি-তে দেখা যাবে শাহরুখকে। অপরদিকে শাহরুখের পাঠান ছবিতে টাইগারের চরিত্রে অভিনয় করবেন ভাইজান। ফিল্ম সমালোচকদের বক্তব‍্য, বলিউডের দুই সুপারস্টারকে একই ছবিতে দেখা গেলে দর্শকদের উন্মাদনাও চরমে পৌঁছবে।

জানা গেছে, শাহরুখের পাঠান ছবির জন‍্য প্রায় ১২ দিন ধরে শুটিং করবেন সালমান। তারপর নিজের টাইগার থ্রির শুটিংয়ে হাত দেবেন তিনি। সালমানের সঙ্গে যোগ দেবেন শাহরুখও। উল্লেখ‍্য, আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’-তেও একটি ক‍্যামিও চরিত্রে অভিনয় করেছেন কিং খান।

প্রসংগত দুই বছর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির হাত ধরেই তিনি কামব‍্যাক করতে চলেছেন, এমনি খবর শোনা যাচ্ছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে থাকছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ব‍্যানারে প্রথম ছবিটি করতে চলেছেন শাহরুখ। ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন ‘ওয়ার’খ‍্যাত সিদ্ধার্থ আনন্দ। জানা গেছে, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে ছবিগুলো দেখানো হবে, তার মধ‍্যে এই ছবিটিও রয়েছে।

আডি/ ১৭ নভেম্বর

Back to top button