জাতীয়

রাজধানীতে বাস শ্রমিকদের মারামারি, আহত ৬

ঢাকা, ০৩ সেপ্টেম্বর – রাজধানীর জুরাইন রেলগেইট এলাকায় বাস শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে মারামারিতে পথচারীসহ ছয় জন আহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে।

আহতরা হলেন, আরমান হোসেন (৩৩) মোঃ মাসুম (২৮) পথচারী পারভেজ (১৬), মেরাজ (২৫) , সোহাগ (২৫) ও রনি হাসান।

আহত পারভেজের বোন রুনা জানান, জুরাইলে শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনার পাশ দিয়ে তার ছোট ভাই বাসায় ফেরার পথে মারামারির মধ্যে পড়ে যায় এবং সে আহত হয়। পরে তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি।

আহত সোহাগ জানান, আজ সকালে শ্রমিক নেতা আরিফুল ইসলাম মাসুদ অপর এক শ্রমিককে মারধর করে। সেই ঘটনা নিয়ে সন্ধ্যায় জুরাইন রেলগেট এলাকায় বাস কাউন্টারে একটি সালিশী বৈঠকের কথা ছিল। সেখানে দুই পক্ষের মারামারিতে আমরা আহত হই।

শ্যামপুরের শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম ডাকায় রনি সেখানে গিয়েছিল সেখানে আকাশ, মাসুদসহ কয়েকজন মিলে এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত করে। পরে তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম জানান, জুরাইন রেলগেট এলাকায় বাস স্টপেজে প্রায় সময় যাত্রী উঠানামা করেন। সেখানে সব সময় পরিবহন শ্রমিকরা থাকেন। সেই সব শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২২

Back to top button