নারায়নগঞ্জ

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

নারায়ণগঞ্জ, ০২ সেপ্টেম্বর – নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) শাওনের বড় ভাই মিলন বাদী হয়ে এ মামলা করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমীর খসরু বলেন, ‘নিহতের বড় ভাই মিলন অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মামলায় বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, অজ্ঞাতনামা উল্লেখ রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করা হবে৷’

তিনি আরও বলেন, ‘গতকাল পুলিশের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় আরও দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।’

এর আগে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাওনের মৃত্যু ছাড়াও প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০২ সেপ্টেম্বর ২০২২

Back to top button