বিদেশি নেতাদের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য জানতে চাইতেন ট্রাম্প
ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর – সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি নেতাদের ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদন শুনতে খুবই আগ্রহী ছিলেন। বিশেষ করে ওইসব নেতাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে জানতে কৌতূহলী ছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত আর্টিকেলে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প-আমলের সাবেক কর্মকর্তাদের এবং তাকে বুদ্ধি দেয়ার কাজে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে।
ওই কর্মকর্তারা বলেছেন, বিদেশি নেতাদের এ ধরনের সম্পর্কের ব্যাপারে বিশদাকারে জানতে ভীষণ আগ্রহী ছিলেন ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিদেশি নেতাদের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে সিআইএ-এর তথ্য শুনতে চাইতেন ট্রাম্প। এইসব তথ্য জেনে সেইসব বিদেশি নেতাকে হাতের মুঠোয় এনে ব্ল্যাকমেইল করার উপাদান জোগাড়ের চেয়ে প্রতিবেদনগুলো নিজের বিনোদনের জন্য আগ্রহভরে শুনতেন ট্রাম্প।
ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রেস অফিসের দায়িত্ব সামলানো একজনের কাছে মন্তব্য চেয়েছিল পত্রিকাটি। তবে সে ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: কালর কন্ঠ
আইএ/ ২ সেপ্টেম্বর ২০২২