ইউরোপ

গর্বাচেভকে নিয়ে যা বললেন পুতিন

মস্কো, ১ সেপ্টেম্বর – শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মঙ্গলবার সন্ধ্যায় ৯১ বছর বয়সে মারা গেছেন। প্রায় ৭০ বছর ধরে এশিয়া ও পূর্ব ইউরোপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা সোভিয়েত ইউনিয়নের তার সময় পতন হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় পুতিন বলেছেন, বিশ্ব ইতিহাসের পরিক্রমায় তার বিশাল প্রভাব ছিল।

ভ্লাদিমির পুতিন আরও বলেন, তিনি কঠিন এবং নাটকীয় পরিবর্তনের সময় দেশের নেতৃত্ব দিয়েছেন। ওই সময় অর্থনীতি এবং বিদেশি নীতি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে ছিল।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পরিবর্তন প্রয়োজন ছিলম গর্বাচেভ সেটা ভালো করেই বুঝেছিলেন।

১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের সংস্কারে হাত দেন গর্বাচেভ। সে সময় তার একমাত্র উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। রাজনৈতিক প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা। তবে তার এসব প্রচেষ্টার মধ্যে দিয়েই সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের অবসান হয়।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১ সেপ্টেম্বর ২০২২

Back to top button