উইঘুরদের সঙ্গে ‘মানবতাবিরোধী অপরাধ’ করতে পারে চীন: জাতিসংঘ
ওয়াশিংটন, ১ সেপ্টেম্বর – চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা সরকারের আচরণ সম্পর্কিত দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনটি অবশেষে প্রকাশ করলো জাতিসংঘ। মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে চীনের আচরণ সম্ভবত মানবতাবিরোধী অপরাধের সামিল বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
চীন শুরু থেকেই এই প্রতিবেদন প্রকাশ না করতে জাতিসংঘের ওপর চাপ দিয়ে আসছিল। তাদের দাবি, এটি পশ্চিমা শক্তিদের সাজানো ‘প্রহসন’ মাত্র।
গত বুধবার (৩১ আগস্ট) দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রতিবেদনটি প্রকাশ করেন জতিসংঘের বিদায়ী মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তিনি চীনের প্রতি বরাবরই নমনীয় বলে অভিযোগ রয়েছে সমালোচকদের। গত মে মাসে চীন সফরে গিয়েছিলেন মিশেল।
জাতিসংঘের দীর্ঘ ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সন্ত্রাস দমন এবং উগ্রবাদ-বিরোধী কৌশল প্রয়োগের প্রেক্ষাপটে জিনজিয়াংয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
এতে বলা হয়, উইঘুর এবং অন্যান্য প্রধানত মুসলিম জনগোষ্ঠীর সদস্যদের স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আটকের পরিমাণ… আন্তর্জাতিক অপরাধের সামিল হতে পারে, বিশেষ করে মানবতার বিরুদ্ধে।
এ অবস্থায় প্রশিক্ষণ কেন্দ্র, কারাগার বা বন্দিশিবিরগুলোতে আটক সবাইকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে চীনা সরকারে কাছে অনুরোধ জানিয়েছেন জতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে পরিবার পরিকল্পনা নীতির জোরপূর্বক প্রয়োগের মাধ্যমে প্রজনন অধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য ইঙ্গিত রয়েছে। তবে সরকারি তথ্যের অভাব এসব নীতির বর্তমান প্রয়োগের সম্পূর্ণ পরিমাণ ও প্রজনন অধিকার লঙ্ঘনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তুলেছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১ সেপ্টেম্বর ২০২২