জাতীয়

‘বাসায় উঠেই আমার পাঁচ বছরের কামাই সব শেষ’

ঢাকা, ১ সেপ্টেম্বর – আজই বাসায় উঠেছি। ফ্রিজ, টিভি, খাটসহ সবকিছু বাসায় ঠিক করে বিকেলে বাইরে গেছিলাম। এরই মধ্যে দেখি আগুন লেগেছে। পরিবারের জন্য যা করেছিলাম তা পুড়ে ছাই হয়ে গেছে। আমার পাঁচ বছরের কামাই সব শেষ।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুনে নিজের সব সম্পদ পুড়ে যাওয়ার বিষয়ে এমনটাই জানান মো. জালাল।

জালাল বলেন, আজকেই নতুন বাসায় উঠলাম। বিকেলে হঠাৎ দেখি পাশের বাসায় আগুন লাগে। আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। আমার বাচ্চাদের নিয়ে দ্রুত বের হয়ে গেছিলাম। কিছু নিয়ে বের হতে পারিনি। আমার ফ্রিজ, টিভিসহ যা ছিল সব পুড়ে গেছে।

তিনি বলেন, বাসায় উঠতে না উঠতেই পাঁচ বছরের কামাই শেষ আমার। বুঝতে পারছি না কী করবো। সবই হারাইয়া গেলো।

জানা গেছে, এর আগে বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বস্তিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রাত ১০টায় শেষ হয় অগ্নি নির্বাপণের কাজ।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১ সেপ্টেম্বর ২০২২

Back to top button