জাতীয়

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে-সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ৩১ আগস্ট – সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। তা না হলে একদিকে যেমন ব্যয় বাড়ে, অন্যদিকে জনগণ সেবা থেকে বঞ্চিত হয়।

বুধবার (৩১ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের জুলাই ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশানুযায়ী প্রকল্পের সুবিধা যাতে জনগণ সঠিকভাবে পায়, সেই লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আগের অর্থবছরের মতো এডিপি বাস্তবায়নে সফলতার ধারা অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ‘প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দ্বৈততা পরিহার করতে হবে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বাস্তবমুখী হতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম ও দপ্তর/সংস্থা প্রধানরা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ৩১ আগস্ট ২০২২

Back to top button