আইন-আদালত

প্লট আত্মসাৎ : কুতুবের জামিন বাতিল

ঢাকা, ৩১ আগস্ট – গুলশানের সরকারি ১০ কাঠার প্লট আত্মীয়স্বজনদের নামে বরাদ্দ করে আত্মসাতের দায়ে পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৪ জুলাই বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত কুতুব উদ্দিন আহমেদকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। গত ১৭ জুলাই হাইকোর্টের এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করে দুদক।

গত ২০ জুলাই হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত। এর ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট দুদকের আপিল আবেদনের শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য ৩১ আগস্ট (আজ) দিন ধার্য করেন আদালত।

এ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। গত ১৬ মার্চ এ কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কুতুবের করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

২০১৮ সালের ৮ এপ্রিল সরকারি ১০ কাঠা জমি শ্বশুর-স্বজনদের নামে ক্রয় দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগে কুতুব উদ্দিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।

সূত্র: ঢাকাটাইমস
এম ইউ/৩১ আগস্ট ২০২২

Back to top button