ঢালিউড

অভিনেতা সাগর হুদা মারা গেছেন

ঢাকা, ৩১ আগস্ট – খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা।

এই তো কদিন আগেই গেল তার জন্মদিন। কিন্তু হুট করেই (৩০ আগস্ট) রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা যায়। শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি, চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

সাগর হুদার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের সবাই শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। এ ছাড়া আরও অনেকে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এম ইউ/৩১ আগস্ট ২০২২

Back to top button