এবার বাম আমলের মামলায় অনুব্রতকে তলব, ‘ওয়ারেন্ট’ গেল আসানসোল জেলে
কলকাতা, ৩১ আগস্ট – বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর অনুব্রত-ঘনিষ্ঠদের ওপরও নজর রাখছে সিবিআই। বুধবার সকালেই কেষ্ট-ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। এরই মধ্যে পুরনো একটি মামলায় আদালতে তলব করা হল অনুব্রতকে। বাম আমলের একটি মামলায় বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে তৃণমূল নেতাকে। ইতিমধ্যেই প্রোডাকশন ওয়ারেন্ট পৌঁছে গিয়েছে আসানসোল বিশেষ কারাগারে। তাঁকে বিধাননগরে আনার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জেল সূত্রে খবর।
বর্তমানে আসানসোল বিশেষ কারাগারেই রয়েছে অনুব্রত মণ্ডল। আগামী ৭ সেপ্টেম্বর গরু পাচার মামলায় জেল হেফাজত শেষে আদালতে তোলা হবে অনুব্রতকে। এরই মধ্যে অন্য একটি মামলায় তলব করা হল তাঁকে। মঙ্গলবার সেই প্রোডাকশন ওয়ারেন্ট পৌঁছয় জেল কর্তৃপক্ষের হাতে। এরপর জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে কথাও বলে অনুব্রতর সঙ্গে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হতে পারে বিধাননগর আদালতে।
কোন মামলায় অনুব্রতকে তলব করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর বাম আমলে মঙ্গলকোটে কোনও রাজনৈতিক অশান্তি হয়েছিল, যাতে নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের। শুধু অনুব্রত নয়, একাধিক জনপ্রতিনিধির নাম জড়িয়েছিল বলেও সূত্রের খবর। সেই মামলাটি আগে চলছিল বারাসতে বিধায়ক, সাংসদদের আদালতে। পরে বিধায়ক, সাংসদদের আদালত বিধাননগরে চলে আসায় এবার সেখানেই তলব করা হল অনুব্রতকে।
গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। মমালার অন্যতম চার্জশিটে তাঁর নামও রয়েছে। মূলত গরু পাচার-কাণ্ডে ধৃত এনামুল হক ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন গ্রেফার হওয়ার পর তাঁদের থেকে পাচার সংক্রান্ত তথ্য পেয়েছে সিবিআই। সেই অনুসারেই গ্রেফতার করা হয়েছে কেষ্টকে। অনুব্রতর হয়ে পাচারের টাকা তাঁর দেহরক্ষী নিতেন, এমন অভিযোগই উঠেছে। শুধু অনুব্রত নয়, সিবিআই-এর নজরে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা-সহ অনেকেই। কেষ্ট মণ্ডলের বিপুল সম্পত্তির সঙ্গে পাচারের টাকার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই।
সূত্র: টিভিনাইন
এম ইউ/৩১ আগস্ট ২০২২