উত্তর আমেরিকা

বন্যার্তদের প্রতি সংহতি জানাতে পাকিস্তান যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ওয়াশিংটন, ৩১ আগস্ট – পাকিস্তানের বন্যাদুর্গতদের প্রতি সংহতি জানাতে দেশটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ৯ সেপ্টেম্বর এই সফরে যাচ্ছেন তিনি।

নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বিষয়টি জানিয়েছেন।

স্টেফান দুজারিক বলেছেন, পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ।

তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু মর্মান্তিক পরিস্থিতির মুখে পড়েছে।
তিনি আরো বলেছেন, বন্যাদুর্গতদের প্রতি সংহতি জানাতে আগামী সপ্তাহে জাতিসংঘ মহাসচিব পাকিস্তান সফরে যাবেন। জলবায়ু বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সফরকালে পরিদর্শন করবেন তিনি।

পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য তিন কোটি ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা বিষয়ক সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৩১ আগস্ট ২০২২

Back to top button