ইউরোপ

লন্ডনে ছুরি হামলায় নিহত ১, আটক ২০৯

লন্ডন, ৩১ আগস্ট – যুক্তরাজ্যের লন্ডনের ল্যাডব্রোক গ্রোভ এলাকায় গত সোমবার ছুরিকাঘাতে ২১ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। এর জেরে ভেস্তে গেছে দুই বছর পর শুরু হওয়া বিশ্বখ্যাত নটিং হিল কার্নিভাল।

করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯ সালের পর থেকে বন্ধ ছিল নটিং হিল কার্নিভাল। বিরতি দিয়ে এ বছর আয়োজিত অনুষ্ঠানটি সহিংস ঘটনার জেরে মার খেল।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লন্ডন পুলিশ আরো জানায়, নটিং হিল কার্নিভাল থেকে ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শারীরিক আক্রমণের জন্য ৪৬ জনকে, অস্ত্র রাখার দায়ে ৩৩ জনকে এবং যৌন হয়রানির জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়।

মেট্রোপলিটন পুলিশ কমান্ডার অ্যালিসন হেড্যারি বলেন, গত সোমবার সন্ধ্যার আগ পর্যন্ত অনুষ্ঠানের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু এরপরই বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে।

করোনা অতিমারির কারণে বিশ্বের অন্যতম বড় উৎসব নটিং হিল কার্নিভাল গত দুই বছর অনুষ্ঠিত হয়নি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৩১ আগস্ট ২০২২

Back to top button