কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আগুনে পুড়ল তুলার গুদাম

কিশোরগঞ্জ, ৩১ আগস্ট – কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার মঠখোলা নামাবাজারে ব্যবসায়ী আবুল হোসেনের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি এ ঘটনায় তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করেই তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। তবে ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় তুলাসহ পুরো গুদামঘর। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিনপত্র।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তাঁর গুদামে থাকা ৫০ মণ তুলা সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তুলা প্রক্রিয়াজাতকরণ একটি মেশিন। এতে তার তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৩১ আগস্ট ২০২২

Back to top button