জাতীয়

বিএনপি ক্ষমতায় এলে আবার হাওয়া-খোয়াব ভবন হবে: তথ্যমন্ত্রী

নওগাঁ, ৩০ আগস্ট – তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বর্ষাকালে বৃষ্টি হলে ব্যাঙ যেমন লাফায়, বিএনপিও এখন একটু একটু করে লাফাতে শুরু করেছে। কিন্তু লাফাতে গিয়ে যদি আবার জনগণের জানমালে আগুন দেয়, মানুষের ক্ষতি করে, তাহলে আওয়ামী লীগ বসে থাকবে না।

বিএনপির এমন জালাও পোড়াও নৈরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে বিদ্যুতের খুঁটি ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ পেয়েছে।
বাংলাদেশের মানুষ আর কখনো বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। মানুষ বিএনপিকে মন থেকে ঘৃণা করে।

শোকসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং জেলা ও ১১টি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ৩০ আগস্ট ২০২২

Back to top button