জাতীয়

হজ গাইডদের প্রশিক্ষণের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

ঢাকা, ২৯ আগস্ট ২০২২ – হজে গাইড হিসেবে সৌদি পাঠানোর আগে তাদের প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।

বৈঠকে সদ্য সমাপ্ত হজ ২০২২ এ গৃহীত ও সম্পাদিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।

এছাড়া বৈঠকে হজ গাইড হিসেবে পাঠানো মোট সংখ্যার বড় একটি অংশ সৌদি আরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য হতে মনোনয়ন দেওয়া এবং হজ গাইড হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সৌদি আরব পাঠানোর আগে তাদের হজ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

এছাড়াও আগামী হজ ব্যবস্থাপনার বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে আলোচনাক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৯ আগস্ট ২০২২

Back to top button