দারিয়া দুগিনা হত্যায় দ্বিতীয় সন্দেহভাজনের নাম প্রকাশ রাশিয়ার
মস্কো, ২৯ আগস্ট – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ দার্শনিক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা হত্যায় দ্বিতীয় সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে রুশ নিরাপত্তা বাহিনী।
গত ২০ আগস্ট কট্টরপন্থি রুশ জাতীয়তাবাদী দার্শনিক দুগিন কন্যা দারিয়া দুগিনা মস্কোর বাইরে গাড়ি বিস্ফোরণে নিহত হন।
দুগিনা হত্যাকাণ্ডের দুইদিন পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) হত্যার রহস্য উদঘাটনের দাবি করে। তারা জানায়, ইউক্রেনের নাগরিক নাতালিয়া ভোভক (৪৩) হত্যায় জড়িত। অভিযুক্ত নাতালিয়া দুগিনার বাসভবনের একটি ফ্লাটে বাসা নিয়েছিল। হত্যাকাণ্ডের পর তিনি এস্তোনিয়ায় পালিয়ে যান।
রাশিয়া সোমবার ইউক্রেনের আরেক নাগরিককে হত্যায় অভিযুক্ত করেছে। অভিযুক্ত বোগদান সিগানেনকো (৪৪) ‘অন্তর্ঘাত এবং সন্ত্রাসী’ গ্রুপের সদস্য উল্লেখ রুশ নিরাপত্তা বাহিনী বলছে, এই ব্যক্তি হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
এক বিবৃতিতে এফএসবি বলেছে, অভিযুক্ত বোগদান সিগানেনকো ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। এই ব্যক্তি প্রধান অভিযুক্ত নাতালিয়াকে গাড়িতে বোমা স্থাপন এবং ভুয়া তথ্য সংগ্রহ করতে সহায়তা করে। আক্রমণের পূর্বের দিন বোগদান এস্তোনিয়া পালিয়ে যায়।
রুশ নিরাপত্তা বাহিনীর প্রকাশিত ১১ মিনিটের ভিডিওতে দেখা গেছে, নতুন অভিযুক্ত গত ৩০ জুলাই রাশিয়ায় প্রবেশ করে। মস্কোর একটি গ্যারেজে তাকে ঢুকতে ও বের হতে দেখা গেছে। ভুয়া নম্বরপ্লেট সংগ্রহে তিনি গ্যারেজে ঢোকেন। দুগিনা হত্যার আগেরদিন ১৯ জুলাই তিনি মস্কো ত্যাগ করেন।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৯ আগস্ট ২০২২