অনুব্রত-হীন বীরভূম সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়! সেপ্টেম্বরে হতে পারে সভা
কলকাতা, ২৯ আগস্ট – গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর বিরুদ্ধে পাচারের সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগ সামনে এলেও অনুব্রত যে একজন দক্ষ সংগঠক, তা উল্লেখ করেছেন দলের অনেক নেতাই। শুধু তাই নয়, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে অনুব্রতক পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তবে আপাতত জেল হেফাজতে বীরভূমের জেলা সভাপতি। কবে অব্যাহতি পাবেন, তা নিয়েও নিশ্চয়তা নেই। এই অবস্থায় বীরভূমের রাজনৈতিক পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, সেপ্টেম্বরেই বীরভূম সফরে যেতে পারেন মমতা।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই কেষ্ট-হীন বীরভূমের সংগঠন সামাল দিতে তৎপর ঘাসফুল শিবির। সূত্রের খবর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই বীরভূম নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত দিন নির্দিষ্ট করা হয়নি, তবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসেই ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বীরভূমে অনুব্রতর বিকল্প কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছেন দলের অন্দরে। তাই অভিষেকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। অনুব্রত হীন বীরভূমে এটাই হবে মমতার প্রথম সফর। বোলপুরে মমতা একটি জনসভা করতে পারেন বলে দলীয় সূত্রের খবর। একটি মিছিলও হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুব্রত বীরভূমে নেই, তার কোনও প্রভাব যাতে না পড়ে, বীরভূম যাতে কোনও ভাবে হাতছাড়া না হয়ে যায়, তারই মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল।
দলীয় পদ থেকে সরানো না হলেও, ইতিমধ্যে পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামের দায়িত্ব ছিল অনুব্রত মণ্ডলের হাতে। সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়েছে দল। আপাতত স্থানীয় নেতৃত্বের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি অভিষেক পূর্ব বর্ধমানের নেতাদে নিয়ে বৈঠক করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় নেতৃত্ব অনুব্রতর পাশে দাঁড়ালেও, কোথাও যে একটা অস্বস্তি রয়ে যাচ্ছে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তাই সেপ্টেম্বরেরর কর্মসূচিতে নজর থাকছে সব মহলের।
সূত্র: টিভিনাইন
এম ইউ/২৯ আগস্ট ২০২২