উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ ডাচ সেনা গুলিবিদ্ধ

ওয়াশিংটন, ২৮ আগস্ট – যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরের একটি হোটেলের বাইরে ডাচ তিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ানাপোলিসের পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা তিন সেনাকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তারা গুলিবিদ্ধ হয়েছেন।

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। তারা অচেতন হননি বলেও জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন সেনা কমান্ডো কর্পসের। তারা প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ানাপোলিসে অবস্থান করছিলেন। হোটেলের সামনে তারা অবসর সময় কাটানোর সময় বন্দুক হামলার শিকার হয়েছেন।

আহত সেনাদের পরিবারকে তাদের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। ইন্ডিয়ানাপোলিস কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৮ আগস্ট ২০২২

Back to top button