ইউরোপ
নেদারল্যান্ডসে ট্রাক উঠে গেল রাস্তার ধারের পার্টিতে, নিহত ৬
অ্যামস্টারডাম, ২৮ আগস্ট – নেদারল্যান্ডসের সড়কের পাশে চলা একটি পার্টিতে ট্রাকচাপায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণ নেদারল্যান্ডসের নেইউ বেইজারল্যান্ডে এই ঘটনা ঘটে।
ডাচ পুলিশ রবিবার এই ঘটনা নিশ্চিত করে বলেছে, আহত আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।
এ ঘটনায় ৪৬ বছর বয়সী স্পেনের চালককে আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার অ্যালকোহল পান করেছেন এমন লক্ষণ পায়নি পুলিশ।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৮ আগস্ট ২০২২