মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা চীনের
বেইজিং, ২৮ আগস্ট – তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে চীন। রবিবার দেশটির সামরিক বাহিনীর তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
চীনা সামরিক বাহিনী বলছে, তারা তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করছে। উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। যে কোনও উসকানি পরাস্ত করতে প্রস্তুত রয়েছে বেইজিং।
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা দিয়ে যাত্রা করে দুইটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবারের মতো অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল রুটিন অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করেছে। প্রণালী দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।
এমন পরিস্থিতিতে তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা দেয় চীনা সামরিক বাহিনী।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৮ আগস্ট ২০২২