ঢালিউড

অভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই

ঢাকা, ২৮ আগস্ট – ঢাকাই সিনেমার এক সময়ের পরিচিত মুখ অভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই। গতকাল শনিবার দিনগত রাত ১টায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী বলেন, ‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি “প্রেম গীত”-এ আমার সঙ্গে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতরাত ১টার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন, সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।’

৯০ দশকের অসংখ্য সিনেমার অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল আব্দুল্লাহ সাকীকে। অভিনয় দিয়ে অল্প সময়েই তিনি হয়েছেন প্রশংসিত। তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকে।

এম ইউ/২৮ আগস্ট ২০২২

Back to top button