ইউরোপ

ইউক্রেন ছেড়ে আসা লোকেদের টাকা দেওয়ার নির্দেশ পুতিনের

মস্কো, ২৮ আগস্ট – ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকজনের জন্য আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার আর্থিক সুবিধা প্রবর্তন সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি।

ডিক্রিটির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা, প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন। ডিক্রি অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যারা ইউক্রেন ভূখণ্ড ত্যাগ করে বাধ্য হয়ে রাশিয়ায় এসেছেন, তাদের মাসে ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে।

রাশিয়ায় আসা প্রতিবন্ধী ব্যক্তিরাও একই পরিমাণ মাসিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন। অন্তঃসত্ত্বারা এককালীন আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নাগরিকদের এই আর্থিক সুবিধা দেওয়া হবে।

স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল। এ দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেয় রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের নিন্দা জানায় ইউক্রেন ও পশ্চিমারা। তারা মস্কোর এই পদক্ষেপকে বেআইনি হিসেবে অভিহিত করে। গত ১৮ ফেব্রুয়ারি পুতিন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে রাশিয়ায় আসা প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার রুবল করে দেওয়ার নির্দেশ দেন।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২৮ আগস্ট ২০২২

Back to top button