ঢাকা

সন্ধ্যার পর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

ঢাকা, ২৭ আগস্ট – তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। শনিবার (২৭ আগস্ট) বন্ধের দিনও সন্ধ্যার পরে রাজধানীর বিভিন্ন সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহনে মানুষের চাপ, আর রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও রিকশার চাপ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকেই রাজধানীর বাড্ডা, গুলশান, উত্তরা, কারওয়ান বাজারসহ নগরজুড়ে তীব্র যানজট দেখা যায়।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী মাইনুল বলেন, আমার অফিস শনিবারও খোলা থাকে। প্রতিদিনই এই সময় অফিস শেষে বাসায় ফিরতে হয়। আর প্রতিদিনই এই জ্যামে কাটে অনেক সময়। প্রতিদিন এই জ্যামে আমার কমপক্ষে তিন ঘণ্টা রাস্তায় অতিরিক্ত কাটাতে হয়। কখন যে এই পরিস্থিতির শেষ দেখবো কে জানে।

আলিফ পরিবহনে বাড্ডা থেকে মিরপুর যাবেন আশিক। তিনি বলেন, যে জ্যাম দেখছি আজ বাসায় ফিরতে ১০টা পার হবে। এই রুটে প্রতিদিনই জ্যাম পোহাতে হয়। এই জ্যামে হাফিয়ে গেছি। এত উন্নয়ন হয়, কিন্তু জ্যাম ঠিকই রয়ে যায়।

রাকিব নামে একজন বলেন, আজ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও রিকশা নিয়ে মানুষ ঘুরতে বেরিয়েছেন। এ কারণে হয়তো সন্ধ্যার পর রাজধানীতে যানজট একটু বেশি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৭ আগস্ট ২০২২

Back to top button